যুদ্ধ, সংঘাত, বিরোধের অবসান ঘটিয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে:  খেলাফত মজলিস

ঢাকা, ২৪ জুন ২০১৭: আসন্ন পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। গতকাল প্রদত্ত এক যৌথ শুভেচ্ছা বাণীতে নেতৃদ্বয় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আল্লাহর আশেষ রহমতে সিক্ত হয়ে সারা বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদ- আনন্দ উদযাপন করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বে বিভিন্ন জনপদের মুসলমানরা আজ চাপিয়ে দেয়া যুদ্ধের শিকার। সীমাহীন আশংকার মধ্যে দিনাতিপাত করছে বিশ্বের লক্ষ কোটি মজলুম মুসলিম নারী পুরুষ শিশু। আমরা আশা করি অনিশ্চয়তা সত্যেও বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানরা ঈদের পবিত্র আনন্দ উপভোগ করতে সক্ষম হবে। নির্যাতিত মজলুম মানুষ জালিমের জেল- জুলুম নির্যাতন থেকে মুক্তি পাবে। পারস্পরিক যুদ্ধ, সংঘাত, বিরোধের অবসান ঘটিয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম ও মুসলিম বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করবে।
বানীতে নেতৃদ্বয় বাংলাদেশের গ্রামমুখী মানুষের যাত্রায় চরম ভোগান্তিতে যাত্রিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, মাইলের পর মাইল ট্রাফিক জ্যামে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। সরকার ঈদের ঘরমুখো মানুষদের যাত্র নির্বিঘ্ন করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

শুভেচ্ছা বাণীতে নেতৃদ্বয় বাংলাদেশের জনগণ ও মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।