ঢাকা, ২৫ জুন ২০১৭: খেলাফত মজলিস ঢাকা মহানগরীর নির্বাহী সদস্য, মানিকগঞ্জ জেলার সাবেক সভাপতি মাওলানা মোঃ আশরাফ অলীকে আজ মানিকগঞ্জর সিংগাইর বাজার থেকে ২০১৩ সালের নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হেফাজতের মামলায় গ্রেফতার করে ও জেল হাজতে প্রেরণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সরকার বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী ও আলেম-ওলামাদের গ্রেফতার নির্যাতন করে নিজেদের ফ্যাসিবাদী চরিত্রের বহি:প্রকাশ ঘটাচ্ছে। মাওলানা মোঃ আশরাফ আলী বিগত সিংগাইর পৌরসভা নির্বাচনে খেলাফত মজলিস মনোনিত মেয়র প্রার্থী হিসেব দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে সরকারের রোষানলে পতিত হয়েছেন। তাই পবিত্র ঈদুল ইফতরের আগের দিন একজন রোজাদার আলেমকে মিথ্যা মামালায় গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে যা অত্যন্ত অমানবিক। এভাবে আলেম-ওলামা ও ইসলামী রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেফতার করে সরকারের শেষ রক্ষা হবে না।

আজ প্রদত্ত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর নির্বাহী সদস্য, মানিকগঞ্জ জেলার সাবেক সভাপতি মাওলানা মোঃ আশরাফ আলীর অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী করেন।