বিশিষ্ট নাগরিকদের সাথে ইসির সংলাপে প্রমানিত হয়েছে বিরোধী দলসমূহের দাবী যৌক্তিক: মাওলানা মোহাম্মদ ইসহাক
ঢাকা, ২ আগস্ট ২০১৭: খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে সব দলের অংশগ্রহনে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন প্রয়োজন। সেজন্যে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। ৩১ জুলাই দেশের বিশিষ্ট নাগরিকদের সাথে নির্বাচন কমিশনের সংলাপে প্রমানিত হয়েছে রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলসমূহের দাবী যৌক্তিক। ইসির সংলাপে বিশিষ্ট নাগরিকগণ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, মেজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবহিনী মোতায়েন, নির্বাচন কমিশনের ক্ষতা বৃদ্ধি, সকলের জন্যে লেভেলপ্লেয়িং ফিল্ড তৈরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবী তুলে ধরেছেন। এসব সাহসী উচ্চারনের জন্যে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান, মাওলানা সাখাওয়াত হোসাইন, অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান, যুগ্মমহাসচিব- এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী প্রমুখ।
বৈঠকে এবছর ভিসা জটিলতায় প্রায় ৪০ হাজার হজ্ব যাত্রীর হজ্বযাত্রা অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এবারের হজ্ব যাত্রীদের ভিসা জটিলতাজনিত অনিশ্চয়তা, বিমানের সিডিউল বিপর্যায়সহ সকল অনিয়ম দূর করার জন্যে সংশ্লিষ্ট সকল পক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার জোর দাবী জানান হয়। একই সাথে বৈঠকে হুশিয়ারী উচ্চারণ করে বলা হয়, এ বছর একজন হজ্বযাত্রীও যদি হজ্বে যেতে না পারেন তবে তার সমস্ত দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। তাই এবারের সকল হজ্বযাত্রী যাতে নির্বিঘেœ হজ্বে যেতে পারেন সরকারকে অবিলম্বে সে ব্যবস্থা করতে হবে।