বিচার বিভাগ ও বিচারকদের বিরুদ্ধে অর্থমন্ত্রীর আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা খেলাফত মজলিসের
ঢাকা, ৬ আগস্ট ২০১৭: সম্প্রতি সরকারের সিনিয়র মন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কর্তৃক বিচার বিভাগ ও বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, বিচার বিভাগ ও বিচারকদের বিরুদ্ধে অর্থমন্ত্রীর বক্তব্য বিচার বিভাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনার শামিল। রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেশে নতুন সংকট সৃষ্টির অপচেষ্টার অংশ। অর্থমন্ত্রীর বক্তব্য স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় হুমকী স্বরূপ, একই সাথে তা আদালত অবমাননার শামিল। আওয়ামীলীগ সব সময় ক্ষমতার স্বার্থে আদালতকে ব্যবহার করতে চায়। ষোড়শ সংশোধনীর মাধ্যমে তারা উচ্চ আদালতে পুরোপুরি নিয়ন্ত্রনের নেয়ার প্রচেষ্টা চালায়। কিন্তু সুপ্রীম কোর্টের রায়ে ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় সরকারের সে অপচেষ্টা হোচট খেয়েছে। ষোড়শ সংশোধনী বাতিল রায় ভোট ও ভোটার বিহীন আওয়ামী সরকার ও ‘অকার্যকর’ সংসদের বিরুদ্ধে যাওয়ায় তারা আদালত ও বিচারকদের বিরুদ্ধে বিরুদ্ধে উঠেপরে লেগেছে এবং অনভীপ্রেত বক্তব্য শুরু করেছে।

বিবৃতিতে নেতৃদ্বয় বিচার বিভাগ ও বিচারকদের বিরুদ্ধে করা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আপত্তিকর বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান এবং বিচার ব্যবস্থাকে বর্তমান সরকারের করালগ্রাস থেকে মুক্ত করার জন্যে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।