দুর্গত মানুষের সহায্যে এগিয়ে আসা ঈমানী দায়িত্ব: শেখ গোলাম আসগর

ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০১৭: খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব শেখ গোলাম আসগর বলেছেন, দেশের বন্যাদুর্গত এলাকার মানুষ কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। দুর্গত মানুষের সহায্যে এগিয়ে আসা আমাদের ঈমানী দায়িত্ব। আজ মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যা চালাচ্ছে সেদেশের সরকার ও সেনাবাহিনী। লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান নর-নারী শিশু জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ঐসব রোহিঙ্গা মুসলিম শরণার্থীদেরকেও মানবিক সহায়তা প্রদান করতে হবে। এ জন্যে সামর্থবান সবাইকে এগিয়ে ত্রাণ সহায়তা নিয়ে আসতে হবে। গতকাল গাইবান্ধার বালাশিতে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

গতকাল ৬ সেপ্টেম্বর গাইবান্ধা সদরের মদনের পাড়া ও বালাশি ঘাট বেড়িবাঁধে খেলাফত মজলিসের পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো: আবদুল জলিল, গাইবান্ধাজেলা সভাপতি অধ্যাপক জহিরুল ইসলাম, জেলা সেক্রেটারী মেহেদী হাসান, রংপুর জেলা সহসভাপতি হাফেজ নূরুন্নবী, কাজী মাওলানা আবু সাঈদ খুদরী, মাহফুজুর রহমান প্রমুখ। খেলাফত মজলিসের পক্ষ থেকে বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, ডাল, নগদ অর্থ ইত্যাদি।