জেরুজালেম কখনো ইসরাইলের রাজধানী হতে পারে না: খেলাফত মজলিস

ঢাকা, ৭ ডিসেম্বর ২০১৭ফিলিস্তিনের শহর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক স্বীকৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ফিলিস্তিনী শহর জেরুজালেম কখনো অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজধানী হতে পারে না। মুসলমানদের অন্যতম পবিত্র স্থান মসজিদুল আকসার শহর জেরুজালেম হবে স্বাধীন ফিলিস্তিনের রাজধানী। মুসলিম বিদ্বেষী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদীবাদী ইসরাইলের পক্ষে অবস্থান নিয়ে  ফিলিস্তিনী জনগণ এবং বিশ্বের শান্তিকামী মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ট্রাম্পের এ ঘোষনা বিশ্ব মুসলিম কোনভাবেই মেনে নিবে না। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষনা মার্কিন যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের একটি শয়তানী পদক্ষেপ। এ শান্তি বিনাশী ঘোষনার ফলে উদ্ভূত পরিস্থির সকল দায়-দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে।  বিবৃতিতে নেতৃদ্বয় ফিলিস্তিনের শহর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক স্বীকৃতির ঘোষনা অবিলম্বে প্রত্যাহারের দাবী জাাননা এবং জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদানের জন্যে পৃথিবীর সকল রাষ্ট্র ও বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।
আগামীকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনজেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক স্বীকৃতির প্রদানের প্রতিবাদে আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীর সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও মহানগরীরর নেতৃবৃন্দ।