মহান বিজয় দিবস উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকা, ১৬ ডিসেম্বর ২০১৭: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, অপরিসীম ত্যাগ আর আরো লাখো শহীদের রক্তের বিণিমিয়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষায় সবাইকে অতন্ত্রপ্রহরীর ভূমিকা পালন করতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোন হুমকী মোকাবেলায় জনগণকে প্রস্তত থাকতে হবে। স্বাধীনতার স্বপ্ন পূরণে জনগণের জান, মালের নিরাপত্তাসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। জনগণের সরকার ও আইনের শাসন নিশ্চিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত মহান বিজয় দিবস ২০১৭ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের বক্তব্য পেশ করেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক অধ্যাপক আবদুল হালিম, অধ্যাপক মো: আবদুল জলিল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, ইঞ্জিনিয়ার আবদুল হাফিজ খসরু, অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাজী নূর হোসেন, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, মাওলানা আজীজুল হক, কাজী আরিফুর রহমান, মো: মিজানুর রহমান প্রমুখ।