শিক্ষকদের অভূক্ত রেখে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়: খেলাফত মজলিস
ঢাকা, ৩০ ডিসেম্বর ২০১৭: খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যৌথ বিবৃতিতে জাতীয় প্রেসক্লাবে অবস্থানরত নন-এমপিও শিক্ষকদের দাবী মেনে নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, শিক্ষকদের অভূক্ত রেখে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। লক্ষাধীক নন-এমপিও শিক্ষক-কর্মচারী বছরের পর বছর বেতন ছাড়া শিক্ষা দান করে যাচ্ছে। কেউ কেউ ১৫-২০ বছর পর্যন্ত বিনাবেতনে পাঠদান করছেন অথচ তাদের এমপিওভূক্ত করা হচ্ছে না, যা অত্যন্ত অমানবিক। আজকে ৫ দিন যাবৎ শতশত শিক্ষক রাস্তায় অবস্থান করছে অথচ সরকারের পক্ষ থেকে কোন ইতিবাচক পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। বর্তমান সরকার শিক্ষাবান্ধব নয় বলেই নন-এমপিও শিক্ষকদের ন্যায্য দাবীর প্রতি কর্ণপাত করছে না। এ সরকারের আমলে শিক্ষার মান দিন দিন নিচে নেমে যাচ্ছে।
বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে নন-এমপিও শিক্ষকদের এমপিওভূক্তির দাবী মেনে নেয়ার এবং আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা যাতে অবিলম্বে শ্রেণি কক্ষে ফিরিয়ে গিয়ে পাঠদানে আত্মনিয়োক করতে পারে তার ব্যবস্থা করার জন্যে সরকারের প্রতি জোর দাবী জানান।