ভোটের নামে সারাদেশে ভোট ডাকাতির মহোৎসব হয়েছেঃ মাওলানা মোহাম্মদ ইসহাক

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০১৮ঃ নির্বাচনের নামে সারাদেশে সরকারী দলের ভোট ডাকাতি, ব্যাপক অনিয়ম ও সহিংসতার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ভোটের নামে সারাদেশে ভোট ডাকাতির যে মহোৎসব হয়েছে যা জাতীয় জীবনে এক কলঙ্ক জনক অধ্যায় হয়ে থাকবে। সকাল থেকে অধিকাংশ আসনে বিরোধী দলীয় প্রার্থীদের এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেয়া, বিভিন্ন কেন্দ্র থেকে খেলাফত মজলিস, ২০ দলীয় জোট তথা ঐক্যফ্রন্ট প্রার্থীদের এজন্টদের মারপিট, ভয়ভীতি দেখিয়ে বের করে দেয়া, কেন্দ্র দখল করে নৌকা মার্কায় সিল মারা, বিভিন্ন স্থানে হামলা, গ্রেফতার ও হত্যাকান্ডের মত ন্যাক্কার জনক ঘটনা ঘটানো হয়েছে। ভোট কেন্দ্রের এসব অনিয়ম ও ভোট ডাকাতির ঘটনায় পুলিশ ও প্রশাসন সম্পূর্ণরূপে সহায়ক ভূমিকা পালন করেছে। আর এ ক্ষেত্রে নির্বাচন কমিশন নির্লজ্জভাবে সরকারী দলের পক্ষে পক্ষে ভূমিকা রেখেছে। এটি ছিল একটি সাজানো নির্বাচন। এ নির্বাচন সম্পূর্ণরূপে একটি প্রহসনের নির্বাচনে পরিণত হয়েছে। আজকের প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেঁেড় নেয়া হয়েছে। গতরাত থেকেই ব্যালটবাক্স ভরে রাখার খবর পাওয়া গেছে। বহু আসনে সকাল ১০টার মধ্যেই ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ভোট ডাকাতি আর কেন্দ্র দখলে মহোৎসব দেখে সকাল ১০টার পর থেকেই বহু প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। এ রকম একটি প্রহসন ও জবরদস্তিমূলক নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে কোনভাবেই জনগণের সরকার বলা যাবে না। ভোট ডাকাতির এ নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতি সংকট আরো ঘনীভূত হবে।

বিবৃতিতে তিনি আজকের কেন্দ্র দখল, ভোট ডাকাতির এ প্রহসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে একাদশ জাতীয় নির্বাচনের পুন:তফসিল ঘোষনার দাবী জানান। তা না হলে ভোট বঞ্চিত ক্ষুদ্ধ জনতার তীব্র আন্দোলনের মুখে অবৈধ সরকারকে বিদায় নিতে হবে।