ঢাকা, ১২ জুন ২০১৯  খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশে জবাবদিহিতামূলক সরকার না থাকায় ঘুষ দুর্নীতি চরম আকার ধারণ করেছে। ভোট ডাকাতির ভুয়া নির্বাচনে গঠিত সরকার নৈতিকভাবে অত্যন্ত দুর্বল একটি সরকার। জনগণের কাছে তাদের কোন জবাবদিহি নেই। রূপপুর পরমানু বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম- বলিশ, খাট ইত্যাদি ক্রয়ে যে দুর্নীতি হয়েছে তা প্রশাসন ও সরকারে বিরাজমান মহা দুর্নীতির খন্ডচিত্র মাত্র। সর্বত্র লুটপাট চলছে। দুর্নীতি দমনে নিয়োজিতরাই দুর্নীতিতে সম্পৃক্ত হয়ে পরেছে। দেশে ধর্ষণ, হত্যা, নির্যাতন চরম আকার ধারণ করেছে। নৈতিক অবক্ষয় ভয়াবহ রূপ ধারণ করেছে। ঘুষ, দুর্নীতি আর নৈতিক অবক্ষয় থেকে মুক্তি পেতে দেশে সর্বাগ্রে একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।   গতকাল সন্ধ্যা ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক- মাওলানা তোফাজ্জ¦ল হোসাইন মিয়াজী, বায়তুলমাল ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মুক্তিযোদ্ধা মোঃ ফয়জুল ইসলাম, হাজী নূর হোসেন প্রমুখ।বৈঠকে বিগত ঈদের ছুটিতে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রায় অর্ধশত মানুষ নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দুর্ঘটনায় হতাহতদের জন্যে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। এবং সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহনে সংশ্লিষ্ট সকলের  প্রতি জোর দাবী জানান হয়।    বৈঠকে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নারায়নগঞ্জ জেলা সভাপতি এবিএম সিরাজুল মামুনের পিতা মরহুম হাবিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।