ঢাকা, ১৭ জুলাই ২০১৯: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দেশের বন্যা দুর্গত এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছে। বন্যাদুর্গত এলাকার মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে। সরকার পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের জন্যে তেমন কোন তৎপরতা দেখা যাচ্ছে না। এদিকে উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, বগুড়া, নেত্রকোনা, জামালপুর এবং সুনামগঞ্জ, হবিগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। এ অবস্থায় দুর্গত মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে এগিয়ে আসতে হবে। দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা জোরদার করতে হবে। খেলাফত মজলিসে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গতকাল সন্ধ্যা ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্মমহাসচিব শেখ গোলাম আসগর, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, মাওলানা আজীজুল হক, মুফতি ওযায়ের আমীন, হাজী নূর হোসেন প্রমুখ।

সভায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা ও ইসলামী মহিলা মজলিসের আহ্বায়িকা উম্মে সুমাইয়ার পিতা এডভোকেট আবদুল হাকিমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।