কুমিল্লায় খেলাফত মজলিস নেতা মরহুম মাওলানা মোস্তফা কামালের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ঢাকা, ১৮ অক্টোবর ২০১৯: খেলাফত মজলিসের আমীর বলেছেন, জাতীয় স্বার্থ সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। দেশে মানুষের জান মাল ইজ্জতের ন্যূনতম গ্যারান্টি নেই। সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল থামছে না। খুন, ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। ঘরে বাইরে কোথাও নিরাপত্ত নেই মানুষের। ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তির বিরোধীতার কারণে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দেশবাসী সরকারের দেশ ও গণবিরোধী কর্মকান্ড মেনে নিবে না। বাংলাদেশের স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আবরারের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মরহুম মাওলানা মোস্তফা কামালের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ শুক্রবার সকাল ৮টায় চান্দিনা¯’ মজলিস কার্যালয়ে খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল জলিল। বক্তব্য রাখেন ঢাকা মাদানী নগর মাদ্রাসার প্রধান মুফতি মুফতি বশিউরুল্লাহ, চান্দিনা আল-আমিন কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা আবদুর রহীম ফারুকী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা জোনের সহকারী পরিচালক মাওলানা আবদুল হক আমিনী, চান্দিনা থানা মসজিদের খতীব মাওলানা ফজলুল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ শাহিন, কুমিল্লা দক্ষিন জেলা সভাপতি মাওলানা শরাফত আলী, কুমিল্লা মহানগর সভাপতি সৈয়দ আবদুল কাদের জামাল, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারী মাওলানা নূরুল আমীন, কুয়েত শাখা সহসভাপতি হাফেজ ওযায়ের আহমদ,কুমিল্লা উত্তর জেলা সহসভাপতি মাওলানা এমদাদুল্লাহ খান, মাওলানা আবু বকর সিদ্দিকী,আখতার হোসেন খান, মাওলানা রিজওয়ান মিয়াজী, মাওলানা আবদুস সালাম শরাফতি, মাওলানা শাব্বির আহমদ, ওবায়দুল্লাহ খান, ডাঃ যোবায়ের হোসেন মিয়াজী, মাওলানা ইলিয়াস বিন হাসেম, মাওলানা শাহাদৎ হোসাইন, মাওলানা নূরুল ইসলাম ফয়েজী, মাওলানা সারওয়ার হোসেন, মাওলানা সফিউল্লাহ ফরাজী, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা ইসমাইল বিন ফারুকী প্রমুখ। মাহফিলে মরহুম মাওলানা মোস্তফা কামালের রুহের মাগফিরাত কামনা করে দোয়-মুনাজাত করেন আমীরে খেলাফত মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাক।