‘আল-কুরআনের আলোকে রাসুল সা. এর মর্যাদা’ শীর্ষক আলোচনা সভায় যথাস্থানে বাবরী মসজিদ পুন:নির্মাণের দাবী

শান্তি প্রতিষ্ঠায় সমাজে মহানবী সা. এর আদর্শ প্রতিষ্ঠিত করতে হবেঃ মাওলানা মোহাম্মদ ইসহাক

ঢাকা, ১৫ নভেম্বর ২০১৯ঃ খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, মানবতার মুক্তির দূত আখেরী নবী হযরত মুহাম্মদ সা. ইসলামের আলো নিয়ে দুনিয়াতে এসেছিলেন মানবতার মুক্তির জন্যে। রাসুল সা.এর আদর্শ বাস্তবায়িত না থাকার কারণে সমাজ আজ অন্ধকারাচ্ছন্ন। হত্যা, ধর্ষণ, গুম, খুন, জুলুম নির্যাতন, দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। মিডিয়া ও পত্রিকার পাতা খুললে সমাজের পঙ্কিলতার ভয়াবহ চিত্র ভেসে উঠে। শান্তি প্রতিষ্ঠায় আজকের জাহিলিয়াতে পূর্ণ সমাজকে পরিবর্তন করে মহানবী সা. এর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত ‘আল-কুরআনের আলোকে রাসুল সা. এর মর্যাদা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মোঃ আবদুল জলিল, মুফতি ওযায়ের আমীন, মাওলানা হিফজুর রহমান, মাওলানা খন্দকার মাহবুবুর রহমান, মুফতি হাফিজ আহমদ, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, মাওলানা ইব্রাহীম আজহারী, মুফতি আবদুল আজিজ, মাওলানা ইসমাইল খান প্রমুখ।

প্রধান ড. আহমদ আবদুল কাদের বলেন, ঈমান ও ইসলাম হচ্ছে মুসলমানদের বড় সম্পদ। সমাজিক অনাচার, জুলুম নির্যাতন, বৈষম্য দূর করতে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। কায়েমি স্বার্থবাদীরা কখনোই চায়না ইসলাম প্রতিষ্ঠিত হোক। তাই মানবতার মুক্তির জন্যে, ন্যায়, সাম্য ও শান্তি প্রতিষ্ঠায় ঈমানের বলে বলিয়ান হয়ে রাসুল সা. এর আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ময়দানে অবতীর্ণ হতে হবে।
সভায় ৫০০ বছরের ঐতিহিবাহী বাবরী মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণে ভারতের সুপ্রীম কোর্টের দেয়া রায়ের তীব্র নিন্দা জানিয়ে ঐ রায় বাতিলের দাবী জানানো হয় এবং যথাস্থানে বাবরী মসজিদ পুন:নির্মাণের দাবী জানানো হয়।