উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ (১৯ মে) মঙ্গলবার বিকালে দলের অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল জলিল স্বাক্ষরিত এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় এ শোক প্রকাশ করেন।

নেতৃদ্বয় বলেন, হাদীস শাস্ত্রের বিশেষজ্ঞ ও বহুগ্রন্থ প্রণেতা আল্লামা সাঈদ আহমদ পালনপুরী ইলমে নববীর বিস্তারে অসামন্য অবদান রেখে গেছেন। তিনি লাখো আলেমের উস্তাদ। বাংলাদেশসহ পৃথিবীর নানাপ্রান্তে তাঁর অগনিত ছাত্র রয়েছে। তিনি বহু মূল্যবান পুস্তক রচনা করে গেছেন। তার মত একজন প্রাজ্ঞ আলেমেদ্বীনের মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

প্রদত্ত যৌথ শোক বাণীতে খেলাফত মজলিস নেতৃদ্বয় শায়খুল হাদীস আল্লামা সাঈদ আহমদ পালনপুরী রহ.-এর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তার জান্নাতের আ’লা মাকাম নসিবের জন্য দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।