করোনা দুর্যোগ উত্তরণে জাতীয় করোনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে: ড. আহমদ আবদুল কাদের

ঢাকা, ১৩ জুন ২০২০: খেলাফত মজলিসের মহাসচিব মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সরকার করোনভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রস্তুতির ঘাটিত, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপের অভাবের কারণে করোনা সংক্রমণ সর্বত্র ছড়িয়ে পড়েছে। করোনায় সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। শুধু সরকারের একার পক্ষে করোনা পরিস্থিতি শামাল দেয়া সম্ভব নয়। তাই করোনা দুর্যোগ উত্তরণে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ জন্য সকল রাজনৈতিক দল, বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক ও পেশাজীবিদের সমন্বয়ে জাতীয় করোনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বা টাস্কফোর্স গঠন করতে হবে। আমাদের সবাইকে পীড়িত ও আর্তমানবতার পাশে দাড়াতে হবে। অসহায় ও অভাবগ্রস্থ মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। খেলাফত মজলিস জেলা-মহানগরী সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত ৩ দিনব্যাপী ভার্চুয়াল তরবিয়তী মজলিসের প্রথম দিনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ ১৮ জুন বৃহস্পতিবার বিকাল ৩টায় থেকে খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিমের পরিচালনায় অনুষ্ঠিত এ ভার্চুয়াল তরবিয়তি মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা ও দারস-এ কুরআন পেশ করেন সংগঠনের সিনিয়র যুগ্মমহাসচিব যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল। সংযুক্ত ছিলেন যুগ্মমহাসচিব যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এ কে এম আইউব আলী, মাওলানা তোফাজ্জল হোসনে মিয়াজী, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, মাষ্টার সিরাজুল ইসলাম, অধ্যাপক মাওলানা খুরশীদ ্আলম, ডাঃ এ এ তাওসিফ, বুরহান উদ্দিন সিদ্দকিী, অধ্যাপক মাওলানা আবু সালমান, এবিএম সিরাজুল মামুন, মাস্টার আবদুল মজিদ, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, অধ্যাপক বজুলর রহমান. মুফতি সাইয়্যেদুর রহমার, মুফতি শিহাবুদ্দিন, ডাঃ রিফাত হোসেন মালিক, অধ্যাপক মাওলানা আজিজুল হক, ডাঃ আবদুর রাজ্জাক প্রমুখ। এতে সারাদেশের প্রায় ৬০টি জেলা শাখার দায়িত্বশীলগণ ডেলিগেট হিসেবে সংযুক্ত ছিলেন। এ ভার্চুয়াল তরবিয়তী মজলিস আরো দু’দিন প্রতিদিনি বিকাল ৩টা থেকে চলবে।