খেলাফত মজলিস ঢাকা মহানগরীর প্রতিবাদ সভা

ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক আবুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখের সংগঠনের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মাওলানা আহমদ আীল কাসেমী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়জী, প্রশিক্ষণ সম্পাদক অধ্যপক আব্দুল হালিম, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মো: ফয়জুল ইসলাম, ঢাকা মহানগরীর সহসভাপতি মো: জহিরুল ইসলাম, মুফতি আবদুল হক আমিনী, এডভোকেট রফিকুল ইমলাম, তাওহীদুল ইসলাম তুহিন, আমীর আলী হাওলাদার, ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি কে এম ইমরান হোসাইন, খালেদ সানোয়ার প্রমুখ।
মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনে নির্লজ্জ ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে যারা গণতন্ত্রের বিজয় দিবস পালন করে তারা জাতিকে ধোঁকা দেয়ার চেষ্টা করছে।
মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, ৩০ ডিসেম্বর দিনের ভোট আগের রাতে সম্পন্ন করে দেশে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী দু:শাসনকে প্রলম্বিত করা হয়েছে।
সভাপতির বক্তব্যে মহানগরীর সাধারণ সম্পাদক মাওলঅনা আজীজুল হক বলেন, জনগণের হারানো অধিকার পুন:প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে হবে।