আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের আলোচনা সভা অনুষ্ঠিত

আজ বিকাল ৩ টায় বিজয়নগরস্থ মজলিস মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত আলাচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মমহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল। অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সহ- প্রচার, তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক ডা: রিফাত হোসেন মালিক, ঢাকা মহানগরী দক্ষিণ সহসভাপতি মাওলানা নুরুল হক, জিল্লুুর রহমান, মালয়েশিয়া শাখা সভাপতি তাসলিম উদ্দিন, মহানগরী দক্ষিণ সহ-সাধারণ সম্পাদক আবুল হোসাইন, হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, মহানগরী উত্তর সহ-সাধারণ সম্পাদক মুফতি সাইফুল হক, মাওলানা মিজানুর রহমান, মুফতি মাওলানা মইনুদ্দিন, কবি খালেদ সানোয়ার প্রমুখ।
সভায় বায়ান্নর ভাষা আন্দোলনে শাহাদৎবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া- মুনাজাত করা হয়।