খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরকে কারাগারে প্রেরণের প্রতিবাদ
ঢাকা, ৩০ এপ্রিল ২০২১ : খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরকে আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ড. আহমদ আবদুল কাদের সহ গ্রেফতারকৃত সকল আলেম-উলামাকে নি:শর্ত মুক্তির দাবী জানিয়েছে খেলাফত মজলিস। আজ প্রদত্ত এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ড: আহমদ আবদুল কাদের একজন বর্ষিয়ান ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। জ্বালাও-পোড়াও ও তা-বের রাজনীতির সাথে তাঁর দূরতম সম্পর্কও নেই। খেলাফত মজলিস নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তি হয়ে সরকার ড: কাদেরকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে। রমজান মাসে একজন সম্মানিত ব্যক্তিকে অন্যায়ভাবে কষ্ট দিচ্ছে। আমরা অবিলম্বে ড: আহমদ আবদুল কাদেরের নি:শর্ত মুক্তি দাবি করছি।
বিবৃতিতে মাওলানা ইসহাক অবিলম্বে আলেম-উলামা ও ইসলামী ব্যক্তিত্বকে গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি জানান। গ্রেফতারকৃত সকল নিরপরাধ আলেম-উলামাকে নি:শর্ত মুক্তি দাবি করেন।