দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মজলিসে এদারির প্রধান মুফতি আবদুস সালাম চাটগামী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দুপুর ১২টায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় মাদ্রাসায় পরিচালনা কমিটির শুরা বৈঠক চলছিল। সেখানে তাঁকে মহাপরিচালক ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মাথায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

শোক প্রকাশ: বিশিষ্ট ফকিহ ও হাটহাজারী মাদ্রাসার পরিচালনা পর্ষদের প্রধান মুফতি আবদুস সালাম চাটগামীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। এক শোকবানীতে নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মুফতি আবদুস সালাম রহ. ছিলেন দেশের একজন স্বনামধন্য আলেমে দ্বীন। তিনি ছিলেন দেশ সেরা একজন ফকিহ। ইসলামের যুগ জিজ্ঞাসার অনেকগুলো জওয়াব তিনি ফতোয়ার কিতাবগুলোতে লিখেছেন যা সকলের কাছে সমাদৃত। আল্লাহ তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। নেতৃবৃন্দ মুফতি আবদুস সালাম রহ. এর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।