ঢাকা, ২৯ নভেম্বর ২০২১ :হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও আন্তর্জাতিক তাহফফুজে খতমে নব্যুয়ত বাংলাদেশের সভাপতি নূরুল ইসলাম জিহাদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেন, মরহুম মাওলানা নূরুল ইসলাম জিহাদী দ্বীন ইসলাম তথা খতমে নব্যুয়তের মর্যাদা রক্ষার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রখেছেন।

নেতৃদ্বয় বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ইসলাম ও খতমে নব্যুয়তের মর্যাদা রক্ষার আন্দোলনে সক্রীয় ছিলেন। একজন প্রথিতযশা আলেমে দ্বীন হিসেবে দ্বীনী শিক্ষা তথা ইলমে নবুবির বিস্তারেও তার অবদান অবিস্মরনীয় হয়ে থকাবে। আল্লামা নরুল ইসলাম ছিলেন একজন প্রখ্যাত হাদীস বিশারদ ও শায়খুল হাদীস। তিনি রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসাসহ বহু মাদ্রাসার প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষকতা করেন। তিনি ইলমী ময়দানে যেমন খেদমত করেছেন, তেমনি রাজপথে ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে জীবন অতিবাহিত করেছেন। তাঁর ইন্তেকালে জাতি বড় মাপের একজন আলেমকে হারালো। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়। মরহুম মরহুম আল্লামা নূরুল ইসলাম জিহাদীর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তার জন্য জান্নাতুল ফেরদাউস কামানা করে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন নেতৃদ্বয় ।