খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, অস্বাভাবিকভাবে জ্বালানী তেলের দাম বাড়ানোর ফলে দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হয়ে পরেছে। ডিমের ডজন দেড়শ’ টাকা অতিক্রম করেছে। চাল, ডাল, তেল, শিশু খাদ্যসহ সবকিছু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। জনগণ কঠিন অবস্থার মধ্যে দিনাতিপাত করছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনে অনেক মাদ্রাসার বোডিং পরিচালনা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণকে নিয়ে ভাবার সময় নেই সরকারের। সরকার ব্যস্ত ক্ষমতা টিকিয়ে রাখতে। এভাবে একটা দেশ চলতে পারে না। জনগণের উপর জুলুম বন্ধ করতে হবে।
খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত উলামা-মুহতামিমদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আজ দুপুরে পল্টস্থ মজলিস মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংগঠনের যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মোঃ আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, উলামা বিষয়ক সম্পাদক মুফতি ওযায়ের আমীন, মাওলানা আবদুল হক আমিনী, মুহাম্মদ জহিরুর ইসলাম, মোহাম্মদ জিল্লূর রহমান, হাফেজ মাওলানা নূরুল হক, কাজী আরিফুর রহমান, মাওলানা হাফিজ আহমদ আমিনী, মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, মাওলানা জাফর আহমদ, মাওলানা মিজানুর রহমান, মুফতি আবদুল কাইউম, মাওলানা ইসহাক, মুফতি ইয়াসিন, মাওলানা ফরিদ আহমদ হিলালী, মুফতি মঈনুদ্দিন, হাফেজ জাকির হোসেন, মুফতি ইব্রাহীম খলীল, মাওলানা মোশাররফ হোসাইন প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী বলেন, দ্বীনি শিক্ষা বিস্তারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার মান সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। বাঁধা- প্রতিবন্ধকতা অতিক্রম করেই সামনে এগোতে হবে।