সম্প্রতি সৌদিআরবের পবিত্র মক্কায় আয়োজিত ৪২তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগীতায় ১১১টি দেশের প্রতিযোগীদের মধ্য থেকে ৩য় স্থান অর্জন করেছে বাংলাদেশের প্রতিযোগী হাফেজ সালেহ আহমদ তাকরিম। তাঁর এই অর্জনে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের। এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় এ শুভেচ্ছা জানান।

নেতৃদ্বয় বলেন, হাফেজ তাকরিম বাংলাদেশের জন্য যে সম্মান বয়ে এনেছে তা দেশবাসীর জন্য গৌরবের। তাঁর এই বিজয়ে বিশ্ব মুসলিমের দরবারে বাংলাদেশের লাল সবুজের পতাকা আরেকবার উদ্ভাসিত হয়েছে। এর আগেও তাকরিম আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগীতায় বিজয় অর্জন করেছিল। আমরা হাফেজ তাকরিমকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাঁকে পবিত্র কুরআনের একজন যোগ্য আলেম বানিয়ে ইসলামের আরো সেবা করার তৌফিক দেন তা কামনা করছি। তাঁর শিক্ষক ও পরিবারের প্রতিও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সরকারের উচিৎ এধরণের বিজয়ীদের রাষ্ট্রীয়ভাবে পুরষ্কৃত করা। পাশাপাশি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমন অসংখ্য হাফেজে কুরআনের প্রতিভা বিকাশে সুযোগ করে দেয়ার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা ও সামর্থবানদের সহযোগীতা কামনা করছি।