বিশ্ব সম্প্রদায়কে তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে – ড. আহমদ আবদুল কাদের

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, গতকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক- সিরিয়ায় মুহুর্তের মধ্যে হাজার হাজার মানুষ মৃত্যুর মুখে পতিত হয়েছে। এখনো অনেকে ধ্বংসস্তুপের মধ্যে চাঁপা পড়ে আছে। মর্মান্তিক মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে, উদ্ধার তৎপরতা তরান্বিত করতে বিশ্ব সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা নিহতদের রুহের মাগফিরাত কামানা করছি, আটকে পড়াদের দ্রুত উদ্ধার ও আহতদের আশু আরোগ্য কামনা করছি। তুরস্ক- সিরিয়ায় ভূমিকম্পে হতাহাতদের জন্য খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, যেকোন বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে বেশী বেশী তাওবাহ- ইসতেগফার করেতে হবে। মহান আল্লাহর সাহায্য ও রহমত কামনা করতে হবে।

গত ৭ ফেব্রুয়ারি’২৩ বাদ আসর পল্টনস্থ মজলিস মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক এইচ এম হুমায়ুন কবির আজাদের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, ময়মনসিংহ মহানগরী সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক মুফতি সাইফুল হক, যুক্তরাজ্য শাখার অফিস ও প্রচার সম্পাদক সৈয়দ মারুফ আহমাদ, সিলেট মহানগরীর শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাসুক আহমদ, ঢাকা মহানগরী দক্ষিণের বায়তুলমাল সম্পাদক সেলিম হোসাইন, আবদুল হান্নান, মাওলানা বদরুল আলম, ছাত্র মজলিস নেতা কে এম ইমরান হোসাইন, আলমগীর হোসাইন, সিরাজুল ইসলাম, নূর মুহাম্মদ প্রমুখ।

মাহফিলে তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে নিহতদের মাগফিরাত কামনায় ও আহতদের আরোগ্য কামনা করে দোয়া-মুনাজাত পরিচালনা করেন নায়েবে আমীরে মাওলানা আহমদ আলী কাসেমী।