হজ্বফ্লাইট শুরুর আগেই প্যাকেজের উচ্চ মূল্য কমিয়ে আনুন – ড: আহমদ আবদুল কাদের
ঢাকা, ০৩ মে ২০২৩: খেলাফত মজলিসের মহাসচিব ড: আহমদ আবদুল কাদের বলেছেন, প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও প্রাক নিবন্ধনকৃত অনেক মানুষ বাংলাদেশ থেকে এবছর হজ্বে যেতে পারছেন না। এবারের হজ্ব প্যাকেজ মূল্য তাদের সাধ্যের বাইরে চলে গেছে। সরকারি হজ্ব প্যাকেজের মূল্য গত বছরের তুলনায় দেড় লাখ টাকা বৃদ্ধি করে ৬ লাখ ৮৩ হাজার টাকা করা হয়েছে। বিমান ভাড়া অস্বাভাবিকভাবে বেশি নির্ধারণ করা হয়েছে। এভাবে হজ্বযাত্রীদের জিম্মি করে রাষ্ট্রীয় বিমান সংস্থার অতি মুনাফার প্রবৃত্তি অত্যন্ত দুখজনক। বিশ্বের অন্যান্য দেশে হজ্বের জন্য যেখানে সরকার আলাদা বাজেট রাখে, বরাদ্দ দেয় সেখানে বাংলাদেশ পিছিয়ে আছে। ৩য় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে আমাদের জন্য তা লজ্জাজনক।
এবারের হজ্ব প্যাকেজ মূল্য বৃদ্ধির কারণে কয়েক দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করতে সরকার হিমশিম খেয়েছে। এরপরও যারা নিবন্ধন সম্পন্ন করেছেন হজ্বফ্লাইট শুরুর আগেই তাদের প্যাকেজ মূল্য কমিয়ে আনতে হবে। আল্লাহর ঘরের মেহমানদের নির্বিঘ্নে হজ্ব সম্পন্ন করার সুযোগ দিতে হবে। ইসলামের গুরুত্বপূর্ণ এই আবশ্যিক বিধান বাস্তবায়নে সরকারের কোনরকম গাফলতি জনগণ সহ্য করবে না।
তিনি গত ০৩ মে’২৩ সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্পাদকমণ্ডলীর সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় সম্পাদকমণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ড: মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অর্থ সম্পাদক আলহাজ্ব আবু সালেহীন, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল হক আমিনী, ডা: আসাদুল্লাহ, সহ-প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক জিল্লুর রহমান, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মাওলানা আজিজুল হক, উত্তর সভাপতি মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।