শ্রমিক মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত।
শ্রমিক মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে ও ফারুক আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিস-র কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম, খেলাফত মজলিস – Khelafat Majlis নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি ইলিয়াস আহমদ, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক H M Ershad-এইচ এম এরশাদ, ঢাকা মহানগরী উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, খেলাফত মজলিস ফতুল্লা থানা সভাপতি কামরুল আহসান পায়েল প্রমূখ
ফেনী জেলা শাখা খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
গাজীপুর জেলা শাখা খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
শ্রমিক মজলিস কক্সবাজার জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত
শ্রমিক মজলিস কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও হাফেজ জাহেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার সাহিত্য সম্পাদক হাফেজ মাওলানা মুফতী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস শহর সাধারণ সম্পাদক মাওলানা আবু যর গিফারী। দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য পেশ করেন জেলা শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ সিদ্দিকী, জেলা শাখার সদস্য মাওলানা আমির হোসাইন, মাওলানা এমদাদ উল্লাহ। উপস্থিত নেতৃবৃন্দ বলেন ইসলামে শ্রমিকের অধিকার দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি প্রদান করতে হবে। ইসলামে কারো প্রতি জুলুম করতে নিষেধ করা হয়েছে ইনসাফ করতে বারবার বলা হয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন, আজ রাষ্ট্রীয়ভাবে সামগ্রিকভাবে প্রতিটি সেক্টরের শ্রমিকের যথাযথ অধিকার প্রদান করতে হবে। মাওলানা আমির হোসেনের মোনাজাতের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।
শ্রমিক মজলিস রংপুর মহানগরীর উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক মজলিস নোয়াখালী জেলা শাখার উদ্যোগে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ।
গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের সহযোগী সংগঠন শ্রমিক মজলিস নোয়াখালী জেলার উদ্যোগে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
আজ ১ মে ২০২৪ বুধবার সংগঠনের নোয়াখালী জেলা সভাপতি মাওলানা আবুল হাসান আরিফির তত্ত্বাবধানে পানি বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জিয়াউর রহমান, নোয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ মোহাম্মদ ফাইয়াজ, বেগমগঞ্জ পূর্ব সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ইউনুস, চৌমুহনী শহর সাংগঠনিক সম্পাদক মাওলানা এআরএম সাইফুল্লাহসহ শ্রমিক মজলিসের দায়িত্বশীলগণ।