হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসী ও পররাষ্ট্রমন্ত্রী-সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিহতের ঘটনায় খেলাফত মজলিসের গভীর শোক প্রকাশ
ঢাকা, ২০ মে ২০২৪ঃ গতকাল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসী, পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আব্দুল্লাহিয়ান-সহ হেলিকপ্টারের সকল আরোহীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। আজ প্রদত্ত এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসী ও পররাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মর্মান্তিকভাবে নিহতের ঘটনা ইরান ও ইরানী জনগণের জন্য একটি শোকাবহ ঘটনা। শোকবাণীতে নেতৃদ্বয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মর্মান্তিকভাবে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসী, পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আব্দুল্লাহিয়ান-সহ নিহত সকলের প্রতি শোক জ্ঞাপন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও ইরানী জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
———————————————————-
Condolence
Khelafat Majlis extends deep condolence regarding the helicopter crash and death of Irani President Ebrahim Raizi, Foreign minister and all others
Dhaka-May 20, 2024: Khelafat Majlis extends deep condolence regarding the tragic death of Islamic Republic of Iran’s President Ibrahim Raisi, Foreign minister Hossain Abdullahian and all others on board of the helicopter crashed yesterday. In a joint condolence letter Maulan Abdul Basith Azad, Amir- e-Majlis and Dr. Ahmad Abdul Quader, Secretary General of Khelafat Majlis said, The incident of helicopter crash carrying the Iranian president and tragic death of the President of Iran Ibraim Raisi, Foreign minister Hossain Abdullahian and other individuals is a matter of great shock for Iran and Irani People. It is an irremediable loss. In the condolence message, the president of Iran Ibrahim Raisi, Foreign Minister Hossein Abdullahian, who was tragically killed in the helicopter crash, expressed their condolences to the bereaved family members and the Iranian people.