ভারতের সাথে রেল ট্রানজিট সহ দেশের স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিলের দাবিতে আজ রাজধানীর পল্টন এলাকায় ইসলামী যুব মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। যুব মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি জামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক ও ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন।
যুব মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি হাফেজ মুহাম্মদ সালমানের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল হক আমিনী, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, যুব মজলিস সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম ইমরান হোসাইন প্রমুখ।