১২ জুলাই ২০২৪ঃ শ্রমিক মজলিস চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আজ শুক্রবার সকাল ৯.৩০টা হতে নির্ধারিত দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী এক তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগরী সভাপতি মুহাম্মদ ইয়াহিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত তরবিয়তী মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ। শাখা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিনহাজ উদ্দিনের পরিচলনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি অধ্যাপক এ এস এম খুরশিদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার মুহাম্মদ তরিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের চট্টগ্রাম মহানগরীর বায়তুলমাল সম্পাদক মোঃ আবদুর রহিম, প্রচার সম্পাদক ইউনুছ মিয়া, শাখা নির্বাহী সদস্য হাফিজুর রহমান, আউব খান, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ ছাদেক আলী প্রমুখ।
