আজ ১২ আগস্ট ২০২৪ কর্মস্থলে ফেরার পর ফেনী জেলা পুলিশ সুপারকে স্বাগত জানান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় করেন খেলাফত মজলিস ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ। এই সময়ে নেতৃবৃন্দ নিরপেক্ষতার সাথে ও জনগণের বন্ধু হয়ে পুলিশকে কাজ করার পরামর্শ দেন ও সহযোগীতার আশ্বাস দেন।
প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, সহ-সভাপতি ও শর্শদী দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার, নোয়াখালী জোন সহ-পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, জেলা সহ-সভাপতি মাওলানা মাইনুদ্দিন চৌধুরী, ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ আহমদী, জেলা সাংগঠনিক সম্পাদক সাইফ উল্লাহ ভূঁইয়া, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা সভাপতি রাকিবুল হক।