আজ দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের ও চীফ রিপোর্টার জুলকার নাইনের সাথে পত্রিকা কার্যালয়ে সাক্ষাতে খেলাফত মজলিসের পক্ষ থেকে সংহতি প্রকাশ করা হয়।
নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী সম্পাদকের সাথে আলাপচারীতা কালে বলেন, এখন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকারী মিডিয়াগুলো বাধাহীনভাবে সংবাদ প্রচার করতে পারছে। আমরা প্রত্যাশা করছি, জাতীয় পত্রিকা হিসেবে বাংলাদেশ প্রতিদিন দেশের যে কোন ক্রান্তিলগ্নে দেশ ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময়ে খেলাফত মজলিসের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন খন্দকার, ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার. সহ-সভাপতি মুফতি মাওলানা ওসমান আশরাফী সহ মহানগরী উত্তর নেতৃবৃন্দ।