বিপ্লবী জনতা দেশের বিরুদ্ধে কোন আগ্রাসন বরদাস্ত করবে না – খেলাফত মজলিস
খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সংগঠনের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এ কথা বলেন।
তিনি আরো বলেন পার্শ্ববর্তী রাষ্ট্র কর্তৃক বাংলাদেশের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে চলে আসা আগ্রাসী মনোভাব এ দেশের জনগণ আর সহ্য করবে না।
মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, দেশের ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক তাওহিদী জনতা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।
খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্ব অনুষ্ঠিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মোঃ খালেকুজ্জামান, যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার, শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম। ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের সঞ্চালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন তরুণ আলেমে দ্বীন শায়েখ আলী হাসান ওসামা। খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সহ-সভাপতি মাওলানা মোস্তফা কামাল, সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম মাযহারী, সহ-সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক হাসান, মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, মাওলানা কামাল হোসেন, ইসলামী যুব মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি মোহাম্মদ সালমান, শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।
কর্মী সম্মেলন শেষে ভারতীয় আগ্রাসন ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল আজমপুর মেইন রোড রাজলক্ষ্মী জসীমউদ্দীন হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
