আজ ১২ ডিসেম্বর ২০২৪ শ্রমিক মজলিস মানিকগঞ্জ পৌর শাখা পুনর্গঠন উপলক্ষ্যে এক কাউন্সিল অনুষ্ঠিত হয়৷ মানিকগঞ্জ জেলা শাখা সভাপতি আলহাজ্ব জাবের আল সাফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন৷ শাখা সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসাইনের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ৷
সভায় সেশনের বাকি সময়ের জন্য মাসুদ আলম খানকে সভাপতি ও মুহাম্মাদ মনির হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট মানিকগঞ্জ পৌর শাখার কমিটি গঠন করা হয়৷
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আশরাফুল আলম, জেলা বায়তুলমাল সম্পাদক প্রভাষক মাওলানা আবদুল কাদের, ইসলামী যুব মজলিসের মানিকগঞ্জ জেলা সভাপতি দেওয়ান তানজিল আহমদ, খেলাফত মজলিস পৌর শাখার সভাপতি মাওলানা শেখ মাহবুবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক মুহাম্মদ ওমর ফারুক, ইসলামী যুব মজলিসের পৌর শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাদানী প্রমুখ৷
