খেলাফত মজলিস পোলান্ড শাখার সাধারণ সম্পাদক এমরান হোসেনের মমতাময়ী মায়ের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।
উল্লেখ্য, পোলান্ড প্রবাসী এমরান হোসেনের মা আজ ০১ জানুয়ারি ২০২৪ তাঁর নিজ গ্রামের বাড়ী কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার শরফাতুলিতে হার্ট এটাক জনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খেলাফত মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা নেতৃবৃন্দ তার জানাযায় শরিক থাকবেন।
বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দানের জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন। তাঁরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাঁদের জন্য সবরে জামীল কামনা করেন।
খেলাফত মজলিস পোলান্ড শাখার সাধারণ সম্পাদক এমরান হোসেনের মমতাময়ী মায়ের ইন্তেকালে আরো শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের নায়েবে আমীর ও ইউরোপ জোন পরিচালক মাওলানা আবদুল কাদির সালেহ এবং যুগ্ম মহাসচিব ও ইউরোপ জোনর সহকারী পরিচালক এম সদরুজ্জামান খান । এছাড়া খেলাফত মজলিস পোলান্ড শাখার সভাপতি রাজু আহমদ দোলন শাখা সাধারণ সম্পাদক এমরান হোসেনের মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।