খুলনার বিশিষ্ট আলেম মাওলানা রফিকুর রহমানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক
খুলনা দারুল উলুম মাদ্রাসার সাবেক নায়েবে মুহতামিম এবং মারকাজুল উলুম মাদ্রাসার সদরে মুহতামিম মাওলানা রফিকুর রহমান আজ ০২ জানুয়ারি ২০২৪ সকালে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। শোকবাণীতে নেতৃদ্বয় মরহুম মাওলানা রফিকুর রহমানের মাগফিরাত কামনা করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দানের জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাঁদের জন্য সবরে জামীল কামনা করেন। সকল দ্বীনি খেদমত কবুল করে আমাদের মাঝে তাঁর শূন্যতা পূরণে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
এছাড়াও খেলাফত মজলিস সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইনসহ খুলনা জেলা ও মহানগরী নেতৃবৃন্দ মাওলানা রফিকুর রহমানের ইন্তেকালে গভীর শোক ও স্বজনদের জন্য সমবেদনা জ্ঞাপন করেন।