১৭ জানুয়ারি, শুক্রবার বিকেলে খেলাফত মজলিস গজারিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আশেকে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ভৈরব উপজেলা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল।
ইউনিয়ন প্রচার সম্পাদক আবুল বাসারের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুহাম্মদ শাহ নেওয়াজ, চান্দেরচর মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের, খেলাফত মজলিস গজারিয়া ইউনিয়ন শাখার যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম, ২নং ওয়ার্ড শাখার সভাপতি হাফেজ মাওলানা আল আমীন, সাধারণ সম্পাদক রাহিম উদ্দিন টিটু, মঞ্জিল মিয়া, জুনাইদ মিয়া, হাফেজ আমিনুল ইসলাম, রিয়াজ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য; দোয়ার মাধ্যমে কর্মসূচি উদ্বোধন শেষে কম্বলগুলো শতাধিক শীতার্ত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয় খেলাফত মজলিসের দায়িত্বশীলবৃন্দ