বৈষম্যমুক্ত সমাজ গঠনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই: ইসলামী মহিলা মজলিস
ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫: বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের কেন্দ্রীয় সভানেত্রী নাসরিন কাদের বলেছেন, বৈষম্যমুক্ত সমাজ গঠনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলাম নারীদের যে মর্যাদা ও অধিকার দিয়েছে তা বাস্তবায়ন করতে পারলেই বর্তমান বিশ্বে নারী অধিকার প্রতিষ্ঠা সম্ভব। ইসলামী অনুশাসন পালনের মাধ্যমে দুনিয়ার কল্যাণ ও আখেরাতের মুক্তি সম্ভব। তাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে হবে। এ জন্য নারীদেরকেও স্বীয় দায়িত্ব পালন করতে হবে। ইসলামী মহিলা মজলিস নারী সমাজের মাঝে ইসলামের আলো ছড়াতে চায়। কুরআন-সুন্নাহর আলোকে নারীদের আলোকিত করতে চায়। ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় নারীদেরকে সচেতন করে তুলতে চায়। নারী অধিকার প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করতে চায়। বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত “বৈষম্যমুক্ত সমাজ গঠনে নারী সমাজের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ ১৭ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের কেন্দ্রীয় সভানেত্রী নাসরিন কাদেরের সভাপতিত্বে ও কেন্দ্রীয় অফিস সম্পাদিকা সুরাইয়া খন্দকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা পেশ করেন সাধারণ সম্পাদিকা রায়হানা লোপা, সহ-সাধারণ সম্পাদিকা রওশন আরা পলি, সালমা আক্তার। নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন আমেনা খাতুন, পারভীন আক্তার, তিথি মমতাজ, আয়েশা খাতুন প্রমুখ।