১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার, রাত ৮টায় শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শেওড়াপাড়ায় বিভিন্ন শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের সভাপতিত্বে ও রিক্সা শ্রমিক ইউনিটের সভাপতি কামরুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মাদ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাইলস ইউনিট সভাপতি মোহাম্মদ সোহাগ, রিক্সা শ্রমিক নেতা আখতার হোসেন, রং মিস্ত্রি ইউনিট সভাটতি মুহাম্মাদ তানজিল প্রমুখ।