সংলাপে বিএনপি ও খেলাফত মজলিস নেতৃবৃন্দ নিম্নোক্ত ৭ টি বিষয়ের উপর ঐক্যমত পোষণ করেন:
১। জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে আন্তদলীয় সংলাপ অব্যাহত রাখা হবে।
২। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ এর মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।
৩। দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
৪। ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করা।
৫। পতিত ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে তার জন্য জাতীয় ঐক্য অটুট রাখতে হবে।
৬। খুন, গুম ও নির্যাতনের সাথে যারা জড়িত সকলকে দ্রুত বিচার আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা।
৭। আওয়ামীলীগ সরকারের আমলে আলেম-উলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।