খেলাফত মজলিস কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইউনুস ফরাজীর বাবা মাস্টার আবুল ফজল গতকাল রাত ৩টায় কক্সবাজারে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। কর্মজীবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার দায়িত্ব পালন করেছিলেন। আজ দুপুর ২ টায় ফরাজীপাড়ার স্থানীয় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় খেলাফত মজলিস জেলা নেতৃবৃন্দ সহ অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।
মাস্টার আবুল ফজলের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় মরহুমের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন। নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন।