খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সহ-সভাপতি মাওলানা শরীফুল ইসলাম আজ দুপুর ৩টায় পিজি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ বাদ এশা দক্ষিণখান চেয়ারম্যানবাড়ী মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শরিক হন খেলাফত মজলিস যুগ্ম-মহাসচিব অধ্যাপক আবদুল জলিল সহ কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।
তাঁর ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় মরহুম মাওলানা শরীফুল ইসলামের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেন এবং জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ছাত্রজীবন থেকে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিয়োজিত ছিলেন। আল্লাহ তাঁর সকল দ্বীনি খেদমত কবুল করুন।