আহলান সাহলান – মাহে রমজান
মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের শুভেচ্ছা
ঢাকা, ০১ মার্চ ২০২৫: পবিত্র মাস রমজান ১৪৪৬ হিজরি উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছে খেলাফত মজলিস। খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক শুভেচ্ছা বার্তায় বলেন, মাহে রমজান মুসলমানদের জীবনে আত্মিক পরিশুদ্ধতা নিয়ে আসে। এক মাস দিনের বেলায় উপবাস, শারিরীক চাহিদা নিয়ন্ত্রণ, রাতের বেলায় তারাবীহ ও তাহাজ্জুদ নামাযের কঠোর সাধনার মাধ্যমে একজন মুসলিম নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। শয়তানের প্ররোচনা থেকে মুক্তি লাভ করে মহান আল্লাহর প্রতি নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণ করার সুযোগ লাভ করে। এই মাসে যথাযথ সিয়াম সাধনা সমাজ ও রাষ্ট্রে ইনসাফ এবং সাম্যের বার্তা দেয়, মিথ্যা ও অসত্য দূরীভূত করে। এই মাসে ঐশীগ্রন্থ আল-কুরআন নাযিল হয়েছে যা মানুষের জন্য পথপ্রদর্শক। আমাদের সকলকে কুরআন চর্চা বাড়াতে হবে।
এই মাসে সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসে প্রথম রক্তক্ষয়ী যুদ্ধ বদর যেখানে মিথ্যা পরাজিত হয়ে সত্য দ্বীন হিসেবে ইসলামের রাজনৈতিক উত্থান ঘটেছিল। যুগে যুগে যেখানে মিথ্যা অপশক্তি আধিপত্য বিস্তার করেছে সেখানেই বদরী চেতনায় উজ্জীবিত হয়ে মুসলমানরা সংগ্রাম চালিয়েছে, নিপীড়িতদের মুক্তির ব্যবস্থা করেছে। সম্প্রতি ফিলিস্তিনের গাজায় ইসরাইলী আগ্রাসন ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে। মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমরা নিপীড়নের শিকার হয়ে আজ নিজ দেশ থেকে বিতাড়িত। অসহায় মজলুম মানুষের মুক্তির জন্য বদরী চেতনায় উজ্জীবিত হয়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে। বাংলাদেশের উদ্বাস্তু ক্যাম্প থেকে রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদে প্রত্যাবাসন, গাজায় স্থায়ী যুদ্ধ বন্ধ এবং পুনর্গঠন ত্বরান্বিত করতে জাতিসংঘ, সার্ক, ওআইসি, আরবলীগ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই কার্যকর ভূমিকা পালন করতে হবে।
আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই, রমজানে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা করুন। খেটে খাওয়া মেহনতি-শ্রমজীবি মানুষের জীবনযাত্রার ব্যয় সহজ করুন। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও দৌরাত্ম্য রুখে দিন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। অশ্লীলতা ও বেহায়পনা নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। জনগণকে আহ্বান জানাতে চাই, রমজানের পবিত্রতা বিনষ্ট হয় এমন কার্যক্রম থেকে নিজেরা বিরত থাকি এবং অন্যকেও বিরত রাখি। আল্লাহ আমাদের সহায় হোন।
এবারের রমজানে আমরা সকলে যাতে রহমত ও মাগফিরাত পাই এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি মহান আল্লাহর কাছে সেই কামনা করছি। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা।