খুলনা জেলা খেলাফত মজলিসের পক্ষ থেকে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) ১৪ রমজান উপলক্ষে খুলনা মহানগরীর বয়রা খানজাহান আলী নূরানী একাডেমিতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথির আলোচনা পেশ করেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক। জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ যোবায়েরের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর সভাপতি এফ এম হারুনর রশীদ, জেলা সহ-সভাপতি মাওলানা মুফতি শফিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা আবু সাঈদ আল মাহমুদ, মাওলানা জাকারিয়া, মাষ্টার মো. মামুনুর রশীদ, মাওলানা মাহমুদ আলী, মাওলানা মোস্তাফিজুর রহমান, মো. মিজানুর রহমান, মো. সাকিবুর রহমান, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হান, মাষ্টার হাবিবুল্লাহ প্রমুখ।