খেলাফত মজলিস কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নুরুল আলম আল মামুন আজ সকাল ১০:৪৫ টায় কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। আজ বাদ আসর কক্সবাজার ইনানী চারা বটতলী স্টেশন চত্ত্বর মসজিদে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
মাওলানা নুরুল আলম আল মামুনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
প্রদত্ত শোকবাণীতে খেলাফত মজলিস নেতৃদ্বয় মরহুমের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত ও জান্নাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। খেলাফত মজলিস নেতৃদ্বয় বলেন, মাওলানা নুরুল আলম আল মামুন ন্যায় ও নিষ্ঠার সাথে দ্বীনি ও সাংগঠনিক দ্বায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে অমৃত্যু শরিক থেকেছেন। তাঁর ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।