প্রেস রিলিজ:
গাজায় হামলার প্রতিবাদে বিশ্বের প্রতি ইসরাইলের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান -খেলাফত মজলিস
গতকাল গাজায় ফিলিস্তিনে ইসরায়েলি বোমা হামলায় নারী-শিশুসহ অর্ধ হাজার মানুষকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিসের। আজ এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর (সভাপতি) মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের বলেন, মধ্যপ্রাচ্যের বিষ ইসরাইল, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গতকাল গাজায় ভারী বোমা হামলা চালিয়ে অর্ধ হাজার নিহত মানুষ। এই ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। এছাড়া গত সোমবার দক্ষিণ সিরিয়ায় ইসরাইলের বিমান হামলায় ১৯ জন নিহত হয়েছেন। রমজান মাসের পবিত্রতা ধ্বংস করে এই অন্যায় হামলা চালিয়ে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে গভীরভাবে আঘাত করেছে ইসরাইল।
ইসরাইলের এমন বর্বরতার তীব্র নিন্দা জানাই। অবৈধ রাষ্ট্র ইজরায়েল ও তার সহযোগীদের পৃষ্ঠপোষকতাকারী যুক্তরাষ্ট্র এই দায়িত্ব এড়াতে পারে না। গত কয়েকদিন ধরে ইয়েমেনে মার্কিন বিমান হামলায় শিশুসহ ৫০ জন নারী-পুরুষ নিহত হয়েছেন। ফিলিস্তিনে গনহত্যার জন্য জাতিসংঘ, ওআইসি, আরব লীগ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জোর দাবী জানাচ্ছি। আমরা দাবি করি, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনা হোক যুদ্ধ বন্ধ করতে এবং গণহত্যার জন্য ইস্রায়েলকে বাধ্য করার জন্য। মানবীয় দুর্যোগ থেকে উদ্বাস্তুদের বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।