গাজায় ইসরাইলী গণহত্যার প্রতিবাদে ঢাকা মহানগরী দক্ষিণ শাখার বিক্ষোভ
—————————————————————
যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের মদদে ইসরাইল যুগের পর যুগ ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে – খেলাফত মজলিস
ঢাকা, ২১ মার্চ ২০২৫:
খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড় ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় বোমা হামলা চালিয়ে গত কয়েকদিন আগে প্রায় সহস্র মানুষকে হত্যা করেছে। এতে আহত হয়েছে আরো অনেকে। রমজান মাসের পবিত্রতা বিনষ্ট করে অন্যায়ভাবে এই হামলা চালিয়ে ইসরাইল বিশ্বজুড়ে মুসলমানদের হৃদয়ে প্রচণ্ড আঘাত করেছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের মদদে ইসরাইল যুগের পর যুগ ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে। ফিলিস্তিনীদের একমাত্র অপরাধ তারা মুসলমান। আন্তর্জাতিক বিশ্ব ইসরাইলকে যুদ্ধ বন্ধে বাধ্য করতে ব্যার্থ হয়েছে। আমরা জাতিসংঘ, ওআইসি, আরবলীগ সহ মানবাধিকার রক্ষাকারী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরাইলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। ইসরাইলকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা সহ গণহত্যার দায়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানাচ্ছি। উদ্বাস্তুদেরকে মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তিনি আজ বাদ জুমআ বায়তুল মোকাররম উত্তর গেইটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার বিক্ষোভ মিছিল পরবর্তি সমাবেশে উপরোক্ত কথা বলেন।
খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত গাজায় ইসরাইলী গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, বায়তুলমাল সম্পাদক আবু সালেহীন, প্রশিক্ষণ সম্পাদক মুহা: জহিরুল ইসলাম, সহ-বায়তুলমাল সম্পাদক জিল্লুর রহমান, ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেন, এডভোকেট রফিকুল ইসলাম, মহানগরী সহসভাপতি মল্লিক মো: কেতার আলী, সহসাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান, মুন্সি মোস্তাফিজুর রহমান ইরান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মুহা: সেলিম হোসাইন, অফিস সম্পাদক এডভোকেট এস এম সানাউল্লাহ, বায়তুলমাল সম্পাদক আব্দুল হান্নান, সহ বায়তুলমাল সম্পাদক দেওয়ান আফসার মাহমুদ শোয়েব, ছাত্র বিষয়ক সম্পাদক এ বি এম শহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এনায়েত রাব্বি একরাম, সহ উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ফরিদ আহমদ হেলালী, মাওলানা অলি উল্লাহ প্রমূখ।