আজ ভোররাতে ইরানে ইসরাইলী বিমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

নেতৃদ্বয় বলেন, আন্তর্জাতিক আইন ও নিয়ম নীতি লঙ্ঘন করে ইসরাইল ইরানে হামলা চালিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরাইল তার সন্ত্রাসী রূপের আবারো বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এই হামলা গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্বকে বড় ধরণের ঝুঁকির মধ্যে ফেলেছে। ইসরাইলের এহেন সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। আগ্রাসী ইসরাইলের ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র জবাব দিতে হবে।