১. দাওয়াতঃ ইসলামী জীবনব্যবস্থার ব্যাপক প্রচার-প্রসার ও খেলাফত রাষ্ট্রব্যবস্থার গুরুত্ব তুলে ধরা এবং জীবনের সর্বস্তরে দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করা।

২. সংগঠনঃ আগ্রহী সর্বস্তরের জনগণকে খেলাফত মজলিসের আওতায় সংঘবদ্ধ করা।

৩. প্রশিক্ষণ ও কর্মী গঠনঃ খেলাফত মজলিসের সাথে সংশ্লিষ্ট সকল পর্যায়ের জনশক্তির আদর্শিক সচেতনতা ও কর্মদক্ষতা বৃদ্ধি এবং তাদের আধ্যাত্মিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক মানোন্নয়নের মাধ্যমে উপযুক্ত কর্মীরূপে গড়ে তোলা।

৪. সৎ ও আদর্শবান নেতৃত্বঃ  প্রচলিত সমাজ কাঠামোর পরিবর্তনের লক্ষ্যে আদর্শহীন, সুবিধাবাদী, দুর্নীতিপরায়ণ, অসৎ ও স্বৈরাচারী নেতৃত্বের অবসান ঘটিয়ে জনগণের আস্থাভাজন সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানো।

৫. ঐক্যঃ স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষার জন্য দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করা এবং মুসলিম উম্মাহর বিরোধ-বিভেদের অবসান ও ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালানো।

৬. মানব সেবাঃ শোষিত-বঞ্চিত মজলুম নারী-পুরুষ ও শিশুদের সকল প্রকার ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সর্বাত্মক সংগ্রাম করা এবং আর্ত-মানবতার সেবায় সচেষ্ট থাকা।

৭. আন্দোলন ও সংগ্রামঃ ইসলামী আদর্শের ভিত্তিতে সমাজ কাঠামোর পুনর্গঠন, জনগণের সকল প্রকার মৌলিক মানবিক অধিকার সংরক্ষণ ও নিশ্চিতকরণ এবং ন্যায় ও ইনসাফভিত্তিক জনকল্যাণমূলক প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাপক জনমত তৈরী ও গণআন্দোলন গড়ে তোলা।