ঢাকা, ২৫ জুন ২০১৭ঃ গতকাল ২৪ জুন সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ ইসলামপুর ইউপি দক্ষিণ শাখা খেলাফত মজলিসের উদ্যোগে সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়। ছাতক উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন খেলাফত মজলিসের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন।
গতকাল শনিবার ২৪জুন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন সভাপতি মাওলানা আনোয়ার হোসেনের সভপতিত্বে ও মাওলানা জামিল আহমদের পরিচালনায় ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, ছাতক পৌর শাখার সহ-সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ, ছাতক পৌর শাখার সেক্রেটারী ফারুক আহমদ, জেদ্দা মহানগরী শাখার নির্বাহী সদস্য মাওলানা আব্দুল কাহ্হার, মওলানা এমদাদুল হক, ছাত্র মজলিসের উপজেলা সেক্রেটারী আব্দুল মোমিন, পল্লব হোসেন, মাওলানা আলিম উদ্দিন, মাওলানা ফখরুল আমিন, মাওলানা মুরাদ আহমদ, দৌলত হোসেনসহ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। এরআগে খেলাফত মজলিসের উদ্যোগে ছাতক পৌরসভা, ইসলামপুর ও কালারুকা ইউনিয়নে ঈদ সামগ্রী বিতরন করা হয়।