গত ২৮ জুলাই গুলিস্তান এলাকায় আওয়ামীলীগের কথিত শান্তি সমাবেশ শেষে দলীয় আভ্যন্তরীণ রক্তক্ষয়ী সংঘর্ষে এক মাদ্রাসা ছাত্র হাফেজ রেজাউল করিম নিহত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিহত রেজাউল করিম যাত্রাবাড়ী মাদ্রাসার দাওরা বিভাগের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ী শেরপুর জেলায়। ঘটনার দিন এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে ক্ষমতাসীন দলের দু’গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে তিনি নিহত হন। এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় শহীদ হাফেজ রেজাউল করিমের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
খেলাফত মজলিস নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডের জন্য ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দকে দায়ী করে বলেন, আপনাদের কথিত শান্তি সমাবেশের এই হলো শান্তির নমুনা ! আপনারা এই খুনের দায় কোনভাবেই এড়িয়ে যেতে পারবেন না। প্রশাসনকে অবশ্যই তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে। খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শহীদ পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
খেলাফত মজলিসের