পাহাড় ধ্বসে হতাহত ও ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে: খেলাফত মজলিস

ঢাকা, ১৪ জুন ২০১৭: চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবান অতিবর্ষণে পাহাড় ধ্বসে সেনা সদস্যসহ অন্তত: ১৩৫ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ¬¬ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। আজ প্রদত্ত এক যৌথ শোকবাণীতে নেতৃদ্বয় চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে অতিবর্ষণের ফলে পাহাড় ধ্বসে নিহত নারী, পুরুষ, শিশু এবং উদ্ধার কাজে নিয়োজিত সেনা কর্মকর্তাসহ নিহত কয়েকজন সেনাসদস্যের রুহের মাগফিরাত কামনা করেন ও নিহতদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবাণীতে নেতৃদ্বয় পাহাড় ধ্বসে আটকেপড়াদের উদ্ধার তৎপরতা জোরদারের আহ্বান জানান এবং এ ধ্বসের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা প্রদান এবং হতাহত ও ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবী জানান।